ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ জুট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ জুট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)'র কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে সংগঠনটির নারায়ণগঞ্জ অফিসে বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে চেয়ারম্যান পদে খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এস.এম. সাইফুল ইসলাম পিয়াস এবং ভাইস চেয়ারম্যান পদে মো. তারেক আফজাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে গত ১৮ অক্টোবর জেনারেল গ্রুপের ২৫ জন প্রার্থীর মধ্যে হতে ১২ জন নির্বাচিত হয় এবং এসোসিয়েট গ্রুপ হতে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সর্বমোট ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, মো. ফরহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস.এম মনিরুজ্জামান (পলাশ), খাইরুজ্জামান, মো. কুতুব উদ্দিন, শেখ ইমাম হোসেন, এস.এম. হাফিজুর রহমান, বদরুল আলম (মার্কিন), এইচ.এম. প্রিন্স মাহমুদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, মো. নূর ইসলাম, মো. আলমগীর খান, রঞ্জন কুমার দাস এবং এস.এম. সাইফুল ইসলাম।

নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির জানান, বর্তমানে কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় পাট ব্যবসায়ী রপ্তানীকারকরা সংকটে রয়েছেন। অনেক পাট ব্যবসায়ী ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। তাদের বিষয়ে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।

জুট এসোসিয়েশন,কমিটি,নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত