ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেশকে গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

দেশকে গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ সদরে অবসরজনিত কারণে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ১২ জন প্রধান শিক্ষক ও ১৪ জন সহকারী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, “একটি দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করেন।”

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক,শিক্ষকদের ভূমিকা অপরিসীম,দেশকে গড়তে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত