ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে মো. আওলাদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আওলাদ ওই গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে।

জানা গেছে, সকালে পরিবারের অজান্তে খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আওলাদ। কিছুক্ষণ পর পুকুরের পানিতে ভেসে ওঠে শিশুটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান অনিক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মনপুরা,পানিতে ডুবে,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত