ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় দুঃসাহসিক চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

দর্শনায় দুঃসাহসিক চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে দর্শনায় সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের আমতলাপাড়ায় এক স্কুল শিক্ষিকার বাড়িতে দিনে-দুপুরে চুরির এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কোনো এক সময় ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় দর্শনা থানা পুলিশ চোর সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে।

তারা হলো—দর্শনা আজমপুর ইটভাটা পাড়ার আশরাফুলের ছেলে আনিছ (১৭), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে অন্তর হোসেন ওরফে মারুফ খান (২৮) এবং হারুনের আরেক ছেলে হৃদয় (২৫)। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার চোরের দল ঘরের গ্রীল কেটে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ওইদিন সকালে গৃহকর্ত্রী মনজু ঘোষ কেরু উচ্চ বিদ্যালয়ে ক্লাস নিতে যান। দুপুর ১টার দিকে বাসায় ফিরে এসে দেখেন ক্লাসিবল গেট কেটে ঘরে প্রবেশ করে চোরেরা আলমারি ভেঙে নগদ আড়াই লক্ষ টাকা, ৭ জোড়া স্বর্ণের চেইন, ১২টি স্বর্ণের আংটি, ৭ জোড়া রুলি ও নাকফুলসহ বিভিন্ন স্বর্ণালংকার চুরি করেছে।

গতকাল গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার ৩,দুঃসাহসিক চুরির অভিযোগ,দর্শনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত