ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ইলিশ বহনের অভিযোগে আটক ৩, নারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে ইলিশ বহনের অভিযোগে আটক ৩, নারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের অভিযোগে মানিকগঞ্জে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মৎস্য বিভাগ। তবে আটক ব্যক্তিদের মধ্যে এক নারীকে গোপনে ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠেছে অভিযানের স্বচ্ছতা নিয়ে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলা মৎস্য অফিসের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি শিবালয় উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অভিযানের সময় এক ছাত্র, সেলফি পরিবহনের এক বাস হেলপার এবং এক নারীকে আটক করা হয়।

অভিযানকালে সেলফি পরিবহনের বাসে ইলিশ মাছ পাওয়া গেলেও মাছের প্রকৃত মালিককে শনাক্ত করা যায়নি, ফলে দায়িত্বে থাকা হেলপারকে আটক করা হয়।

তবে অভিযানের পর গোপনে ওই নারীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে। পরে আটক পুরুষ দুইজনকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন। পরে জব্দ করা ইলিশ মাছগুলো শিশু পল্লী ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ওই নারীর কাছ থেকে ইলিশ মাছ রেখে দেওয়া হয়েছে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলের কয়েকজন লোক অনুরোধ করায় ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মৎস্য কর্মকর্তা আমাকে জানিয়েছেন।

মানিকগঞ্জ,ইলিশ বহন,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত