ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উল্লেখিত স্থানে এ মানববন্ধন করে স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ।

স্থানীয় বাজার কমিটির সভাপতি আ. মোমিন সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা ভিপি আয়নুল হক, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ও ইউপি প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

বক্তারা বলেন, মহাসড়কের ওই বাজার এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পারাপারে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে অনেক নারী পুরুষের মৃত্যু হয়েছে ইতোমধ্যেই। বিশেষ করে রোববার সন্ধ্যায় উল্লেখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এলজিইডির প্রকৌশলী রবিন ইসলাম নিহত হয়েছেন। এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ না করলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এজন্য জনগুরুত্বপূর্ণ এ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয় এবং ওই স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনেরও দাবি জানানো হয়।

সিরাজগঞ্জ,মহাসড়ক,ফুটওভার ব্রিজ,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত