ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার অমাবস্যার রাতে ওই কবরস্থানের ১৬টি কবর খুঁড়ে এসব কঙ্কাল নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় দূর্বৃত্তরা জামা কাপড়সহ কবর খোঁড়ার সরঞ্জামাদি রেখে যায়। কবরস্থানে এমন ঘটনা দেখতে পরদিন ভীড় জমায় এলাকাবাসী।

কবরস্থান পরিচালনা কমিটির অর্থ সম্পাদক খোকন সরকার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে ওই কবরস্থানে গিয়ে ১৬টি কবরের মাটি খোঁড়া দেখতে পায়। কবরগুলোর কাছে গিয়ে দেখা যায় রাতে ১৬টি কঙ্কাল নিয়ে গেছে দূর্বৃত্তরা। এসব কবরে দেখা যায় মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। এ সময় তারা পড়নের জামা কাপড়সহ সরঞ্জামাদিও রেখে গেছে এবং এ বিষয়ে কবরস্থান কমিটির সিদ্ধান্ত নেয়ার পর থানায় অভিযোগ দেয়া হবে।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ বিষয়ে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,কবরস্থান,কঙ্কাল চুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত