
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের লাঠির বিভিন্ন কসরত উপভোগ করতে চরাঞ্চলে বহু নারী পুরুষ ভিড় জমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় এবার উপজেলা যুব সমাজের আয়েজনে রোববার বিকেলে রেহাইপুখুরিয়া আরপিএন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাদের আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানান দর্শকরা।
স্থানীয়রা জানান, এ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এ খেলা দেখতে প্রতি বছরের মতো এবারো ভিড় জমায় চরাঞ্চলবাসী। প্রতি বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ খেলার আয়োজন করা হক। যদি সমাজের বৃত্তবান ব্যক্তিবর্গ আর্থিক সহযোগিতা করে তাহলে এ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ লাঠি খেলা ধরে রাখা যাবে বলে বিশিষ্টজনেরা অভিমত ব্যক্ত করেছেন।