ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

সাটুরিয়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৩ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এক কেজি সরিষা ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৫০ জন কৃষককে গম, ২৫ জনকে সূর্যমুখী ও ৩০ জনকে পেয়াজের বীজ দেওয়া হয়।

বুধবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এসব কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমের বীজ ও সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এছাড়া সাটুরিয়া উপজেলায় আগাম শীতকালীন সবজির চাষের জন্য ৫৫০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রণোদনার মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, শসা, মূলা, মিষ্টি কুমড়া, ধনিয়া ও লালশাকের বীজ।

সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় সরিষার আবাদ কমে যাওয়ায় এবার সরিষা আবাদের ওপর জোর দেওয়া হয়েছে। ৩ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা ও ২০ কেজি সার প্রণোদনার মাধ্যমে দেওয়া হয়। এছাড়া আগাম সবজি আবাদের জন্য ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সবজির বীজ ও সার দেওয়া হয়েছে।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুম বলেন, “সামনে রবি মৌসুমে সরিষার আবাদে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সাটুরিয়া উপজেলায় সবজির আবাদে কৃষকরা দীর্ঘদিন ধরে সফল হওয়ায় তাদের আগাম সবজির বীজ ও সার দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সাটুরিয়া উপজেলায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ২৩৫ হেক্টর জমিতে। ইতোমধ্যে ৯৩৫ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। সামনে কৃষকদের আরও সুযোগ-সুবিধা দেওয়া হবে।”

এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সার ও বীজ বিতরণ,সাটুরিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত