
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনমজুরসহ তিনজনকে হত্যার মামলার আসামি মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাতে তাকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের একদিন পূর্বে, অর্থাৎ ৪ আগস্ট মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিল। এসময় দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার গুঞ্জনও ওঠে।