ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮৭ জেলে গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮৭ জেলে গ্রেপ্তার

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে ৮৭ জেলেকে গ্রেপ্তার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিষেধাজ্ঞার সময় ৫৪টি ভ্রাম্যমাণ আদালত ও ৩৯৯ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শন করা হয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র ১৯ বার, মাছঘাট ২৯২ বার এবং আড়ৎ ১ হাজার ২০১ বার।

এসব অভিযানে জব্দ করা হয়েছে ৫ লাখ ৩ হাজার ৪২ মিটার জাল, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। এসময় জব্দ করা হয়েছে ১.০৫ টন ইলিশ। ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৪৫ হাজার টাকা। এসব অভিযানে ৬৩ মামলা করা হয়েছে।

সাগর থেকে নদীর মিঠা পানিতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার জন্য গত ৪ অক্টোবর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয়া হয়। ২৫ অক্টোবর, দিনগত রাত ১২ টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, “এ বছর অভিযানের শুরু থেকেই জেলা ও উপজেলা টাস্কফোর্স কঠোর অবস্থান নিয়েছে। যাতে জেলেরা নদীতে নামতে না পারে। এরপরেও কিছু কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামায়, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।”

৮৭ জেলে গ্রেপ্তার,ইলিশ ধরা,নিষেধাজ্ঞা অমান্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত