ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ডাম্প ট্রাকচাপায় রিকশাচালক নিহত

নারায়ণগঞ্জে ডাম্প ট্রাকচাপায় রিকশাচালক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাম্প ট্রাকচাপায় দুলাল (৫৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার মোল্লারচর এলাকায় নরসিংদী-মদনপুর আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটে।

নিহত দুলালের বাড়ি আড়াইহাজার উপজেলার মোল্লারচর এলাকায়।

স্থানীয়রা জানায়, রিকশাচালক দুলাল মিয়া সকাল ৭টার দিকে রিকশা নিয়ে বের হয়ে নরসিংদী-মদনপুর আঞ্চলিক মহাসড়কে গেলে একটি বালুবাহী অনুমোদন ও নম্বরবিহীন ডাম্প ট্রাক রিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও স্থানীয় লোকজন পুলিশকে মরদেহ আনতে দেয়নি। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের দাবি জানিয়েছে।’

নারায়ণগঞ্জ,ট্রাকচাপা,রিকশাচালক,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত