ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিরকাদিমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

মিরকাদিমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে পৌর খাল গভীর খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের সামনে স্থানীয় পরিবেশ সংগঠন “মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ” আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মূল স্লোগান ছিল ‘খাল বাঁচাও, মিরকাদিম বাঁচাও’। এতে শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মিরকাদিম পৌর এলাকার প্রধান খালগুলো দখল ও বর্জ্যে ভরাট হয়ে পড়ায় প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। পাশের নয়নের খালসহ অন্যান্য জলাধারেরও একই দুরবস্থা দেখা দিয়েছে। এর ফলে বর্ষাকালে তীব্র জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশাবাহিত রোগে নাগরিক জীবনে চরম ভোগান্তি দেখা দিচ্ছে।

বক্তারা দ্রুত খাল পুনঃখনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

তারা আরও বলেন, নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে নিয়মিত ড্রেন পরিষ্কার, ময়লা অপসারণ এবং বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করা জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বয়ে স্থায়ী পরিবেশ রক্ষা উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে ‘মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর সভাপতি মাহফুজ আহমেদ রিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, ফাহমিদা নাজরিন (গ্রিন ভয়েস), মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, কবি তাহের মাহমুদ, জাহাঙ্গীর (মানব উন্নয়ন চেয়ারম্যান), আকলিমা, রিমন, শ. ম. কামাল, এবং মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর পলাশ।

মানববন্ধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন, এতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা সতর্ক করেন, প্রশাসনিক প্রতিশ্রুতির বাইরে বাস্তব পদক্ষেপ না পাওয়া পর্যন্ত এই নাগরিক আন্দোলন অব্যাহত থাকবে।

মিরকাদিম,অবৈধ স্থাপনা উচ্ছেদ,বর্জ্য ব্যবস্থাপনা,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত