ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

না’গঞ্জে ৮২৫ কেজি পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

না’গঞ্জে ৮২৫ কেজি পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সেই সাথে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি.এম রাহসিন কবির এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং র‌্যাব-১১ এর সমন্বয়ে গঠিত একটি টিম এই অভিযান চালায়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও মজুদকরণ রোধকল্পে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, মোতাবেক ফতুল্লার কাশিপুরের এসএম প্যাকেজিং নামক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারী, মজুদকারী, প্রদর্শনকারী, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আভিযানিক কর্মকর্তারা।

না’গঞ্জ,পলিথিন জব্দ,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত