
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১০৮ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি লালনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১২’র সদস্যরা। লালন রাজশাহীর পুটিয়া উপজেলার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে।
র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১০৮ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৫৫০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
লালন দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।