
চুয়াডাঙ্গায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও দামুড়হুদা উপজেলার ৪০ জন অস্বচ্ছল নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা, চুয়াডাঙ্গা সদরের ওসিসি প্রোগ্রাম অফিসার ইল্লিন সুলতানা, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হোসেন কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবার, কালের কণ্ঠ দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, জীবননগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা জিসান আহমেদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়।