ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়াকান্দি গ্রামের মিজান (২৩) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে বেলকুচি–এনায়েতপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ৮ অক্টোবর সন্ধ্যায় একই এলাকার চন্দনগাঁতী গ্রামের নেশাগ্রস্ত একদল সন্ত্রাসী হাতুড়ি দিয়ে ওই যুবক মিজানকে নির্মমভাবে কুপিয়ে আহত করে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১৩ অক্টোবর ২০ জনের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধসহ মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে মিজান হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

মানববন্ধন,গ্রেপ্তারের দাবিতে,সিরাজগঞ্জে হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত