ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ২৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৬ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির একদল বিজিবি সদস্য সুবেদার শরাফত আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের রিপনের মাল্টাবাগান এলাকায় অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ২৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামে অভিযান চালায়।

সেখানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল। এই অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার আ. সালাম।

ফেন্সিডিল উদ্ধার,২৯০ বোতল,চুয়াডাঙ্গা সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত