
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের কামারপাড়ার প্রবীণ উদ্যোক্তা আব্দুর রহমান কাজি (৬৫) ভেড়া পালন করে হয়েছেন স্বাবলম্বী ও সফল। দীর্ঘ ১৭ বছরের প্রচেষ্টা, পরিশ্রম ও অধ্যবসায় তাকে আজ এলাকায় আত্মনির্ভরতার এক দৃষ্টান্তে পরিণত করেছে।
আব্দুর রহমান কাজির পিতা ছিলেন মৃত মোশাররফ আলী মাস্টার। প্রায় ১৭ বছর আগে মাত্র একটি ভেড়া নিয়ে শুরু করেছিলেন তার ক্ষুদ্র খামার।
শুরুতে পরিবার ও আশপাশের অনেকে বিষয়টি নিয়ে সন্দিহান থাকলেও তিনি হাল ছাড়েননি। ধৈর্য ও নিয়মিত যত্নের মাধ্যমে ধীরে ধীরে বাড়তে থাকে তার ভেড়ার সংখ্যা।
বর্তমানে তার খামারে রয়েছে ৬০টি ভেড়া, যার মধ্যে ৩০টি গাড়ল জাতের এবং ৩০টি ক্রস জাতের। ভেড়া বিক্রি করেই তিনি পরিবারের সকল খরচ বহন করেন এবং বছরে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করেন।
নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে আব্দুর রহমান কাজি বলেন, “প্রথমে সবাই ভেবেছিল ভেড়া পালন লাভজনক নয়। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম, পরিশ্রম করলে সফলতা আসবেই। আজ আল্লাহর রহমতে আমি স্বাবলম্বী। এমনকি ভেড়া বিক্রির অর্থ দিয়েই আমি পবিত্র হজ পালন করেছি।”
স্থানীয়দের মতে, আব্দুর রহমান কাজির এই উদ্যোগ এখন এলাকার অনেক তরুণকে অনুপ্রাণিত করছে। তারা তার সাফল্য দেখে ভেড়া পালনের প্রতি আগ্রহী হয়ে উঠছে। সমাজে তার পরিশ্রম ও সাফল্যের গল্প এখন এক অনুকরণীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।