ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে আহত ১, মোটরসাইকেল ভাঙচুর

দর্শনায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে আহত ১, মোটরসাইকেল ভাঙচুর

চুয়াডাঙ্গা জেলার দর্শনা শহরের ঘুঘুডাঙ্গা নামক স্থানে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ফারুক ও নাসিরসহ ৪–৫ জন মিলে রনি (২৩) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত রনি দর্শনা থানার ঘুঘুডাঙ্গা এলাকার মহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে রনি বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দর্শনা রেলবাজারের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ফারুক ও তার ভাই নাসিরসহ আরও কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা রনিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে, পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় হামলাকারীরা রনির ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

আহতের বাবা মহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ফারুক ও তার ভাই নাসিরসহ কয়েকজন আমার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে। এ বিষয়ে দর্শনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, “ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মোটরসাইকেল ভাঙচুর,কুপিয়ে আহত ১,দর্শনায় পূর্ব শত্রুতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত