
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রোববার দুপুরে ওই হাসপাতাল চত্বরে সিরাজগঞ্জ জেলা স্বার্থরক্ষা ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে চিকিৎসক, সমাজকর্মী, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন, ওই সংগঠনের আহ্বায়ক জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম. এ. লতিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।
বক্তারা বলেন, উক্ত হাসপাতালের নানা অভিযোগে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ এবং হাসপাতালের নাম পরিবর্তন, বছরের পর বছর শূন্যপদে নিয়োগ না দেওয়া, নতুন পদ সৃষ্টিতে টালবাহানা। এছাড়া ২০০ কোটি টাকার ক্যাথ-ল্যাব মেশিন ঢাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ এ জেলার গরীব ও অসহায় মানুষ প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে পারে না। তাদের সরকারি হাসপাতালই ভরসা হয়ে থাকে।
বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও হাসপাতালের অসংখ্য পদ বছরের পর বছর খালি পড়ে আছে। এছাড়াও হার্টের রোগীদের জন্য স্থাপন করা অত্যাধুনিক ক্যাথ-ল্যাব মেশিন ঢাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
একটি সরকারি হাসপাতালের সম্পদ সরিয়ে নেবার যারা ষড়যন্ত্র করছে, তারা শুধু প্রশাসনিক নয় রাজনৈতিক ছত্রছায়াতেও নিরাপদে রয়েছে। সরকার যদি সত্যিই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, তবে এ হাসপাতালের শূন্যপদ পূরণ, নতুন পদ সৃষ্টি ও ক্যাথ-ল্যাব মেশিন চালু করা ছাড়া বিকল্প নেই।
এ মানববন্ধনে ফোরামের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম অবিলম্বে পরিবর্তন করা, সব শূন্যপদ দ্রুত পূরণ করা, নতুন পদ সৃষ্টি ও পর্যাপ্ত জনবল নিয়োগ করা, ক্যাথ-ল্যাব মেশিন অবিলম্বে চালু করা।
এ মানববন্ধনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।