
সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর রেল স্টেশনের অদূরে রেল ব্রিজের নীচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও ওই ব্যক্তির নাম পরিচয় মেলেনি। সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে উল্লেখিত স্থানে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত, পা, কোমর ভাঙা ও মাথা থেতলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তার মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।