ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে ৪ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু

মৌলভীবাজারে ৪ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে মৌলভীবাজারে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী।

ভ্রাম্যমাণ বইমেলায় পাওয়া যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত দশ হাজারেরও বেশি বই।

বইমেলায় থাকবে দেশি-বিদেশি লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণ কাহিনি, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা, রান্না ও ব্যায়াম বিষয়ক, কম্পিউটার, ভাষা শেখার বইসহ সব ধরনের বই।

শুরু হওয়া বইমেলায় রয়েছে ২৫%-৩০% পর্যন্ত ছাড়ে বই কেনার সুযোগ। মেলা চলবে ২৮ অক্টোবর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ভ্রাম্যমান বইমেলা,৪ দিনব্যাপী,মৌলভীবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত