ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে পথচারী নিহত

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে পথচারী নিহত

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি নামক স্থানে কোচের ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে পথচারী নায়েব আলী (৫১) নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার দেবীপুর গ্রামের মৃত রব্বান প্রামাণিকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার দুপুরের দিকে স্থানীয় আড়ৎ থেকে হাঁস ও মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান মহাসড়কে উঠছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে ঢাকাগামী যাত্রীবাহী একটি কোচ পিকআপকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে ওই পথচারীকে চাপা দেয়।

এতে ওই পথচারী গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় ওইদিন বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

পথচারী নিহত,পিকআপ ভ্যান উল্টে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত