ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপ থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

স্থানীয়রা ধারণা করছেন, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে একে অপরকে দোষারোপ বা নাশকতার পরিকল্পনা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ককটেলগুলো মজুদ করতে পারে।

শার্শা থানার (ওসি) আব্দুল আলিম জানান, এক কৃষক তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, কে বা কারা ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে; তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যশোর,শার্শা,ককটেল,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত