ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পূর্বধলায় ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক ৩ চোর

পূর্বধলায় ট্রান্সফরমার চুরির সময় জনতার হাতে আটক ৩ চোর

নেত্রকোনার পূর্বধলায় ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে তিন সদস্যের একটি চোরচক্রকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা।

আজ রোববার ভোরে আগিয়া ইউনিয়নের কৈলাটি-বালিয়া গ্রামে চোরচক্রটি ধরা পড়ে।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের কাওসার (৩০), আল-মামুন (২৫) ও জয়নাল (২৭)।

স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা মাসুম তালুকদারের তৎপরতায় চোরেরা ধরা পড়ে। তিনি ভোরে তার ফিশারির লাইট বন্ধ এবং মোটর অকার্যকর দেখে সন্দেহ করেন। এরপর তিনি দেখতে পান, ট্রান্সফরমার চুরি হয়েছে। তিনি দুজন সন্দেহভাজনকে সাইকেলে পালাতে দেখে চিৎকার শুরু করেন। এর পর স্থানীয়রা তাদের ধাওয়া করে, অভিযুক্তরা সাধুপাড়া এলাকায় ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জাম ফেলে জনতার হাতে ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা আতাউর তালুকদার বলেন, এরা আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। আমার নিজেরই দুটি ট্রান্সফরমার চুরি হয়েছিল। এ ঘটনায় পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. দুলাল মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, আটক তিনজনকে থানায় আনা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নেত্রকোনা,পূর্বধলা,ট্রান্সফরমার,চুরি,চোর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত