ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাসাদাহ বিদ্যালয়ের অভিভাবক পদে নির্বাচিত বিএনপি ও জামায়াতপন্থীরা

হাসাদাহ বিদ্যালয়ের অভিভাবক পদে নির্বাচিত বিএনপি ও জামায়াতপন্থীরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা মূলক লড়াইয়ে অংশগ্রহণ করে বিএনপিপন্থী ও জামায়াতে ইসলামীপন্থী প্রার্থীরা।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ৭৯৭ জন ভোটারের মধ্যে ৬১৪ জন ভোট দিয়েছেন। এর মধ্যে দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের ফলাফলে বিএনপিপন্থী এবং জামায়াতপন্থী চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

ফলাফলে দেখা গেছে ১ নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী আশিকুর রহমান ৩৫২ ভোট পেয়ে। ২ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীপন্থী মনিরুজ্জামান ৩১৯ ভোট পেয়ে।

৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতপন্থী মো. আনোয়ার জাহিদ ৩১২ ভোট পেয়ে। ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী আরসাফ হক মিলন ৩০৩ ভোট পেয়ে।

অন্য প্রার্থীরা হলেন আব্দুল ওয়াদুদ ২৯১ ভোট, মোহাম্মদ আলী ২৭৩ ভোট এবং আরসাফ আলী মল্লিক ২৭২ ভোট পেয়ে।

বিএনপিপন্থী প্রার্থীরা ছিলেন মো. আশিকুর রহমান, আরসাফ আলী মল্লিক এবং মো. আরসাফুল হক মিলন। জামায়াতে ইসলামীপন্থীরা ছিলেন মো. আনোয়ার জাহিদ, মো. আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান এবং মোহাম্মদ আলী।

প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং জয়ী প্রার্থীরা বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বিএনপি ও জামায়াতপন্থীরা,অভিভাবক পদে নির্বাচিত,হাসাদাহ বিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত