
‘দল যাকে নমিনেশন দিবে, তার পক্ষেই কাজ করতে হবে,’ গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গজারিয়া উপজেলা কর্তৃক কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন কেন্দ্রীয় বিএনপি’র সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্দারগাঁও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিম, উদ্বোধন করেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাজী সাখাওয়াত হোসেন নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক এড. এইচ এম মাসুম, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, সহ মহিলা বিষয়ক সম্পাদক রহিমা ইসলাম।
জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদ মজুমদারের সঞ্চালনায় অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, মো. ইসহাক আলী, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুব দলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান প্রমুখও উপস্থিত ছিলেন।
সমাবেশে গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নের ৭৫ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।