
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ আতাউর রহমান (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে দৌলতপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর বিওপি সদস্যরা।
আটক আতাউর যশোরের শার্শা উপজেলার দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে দৌলতপুর সীমান্ত এলাকায় আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় দৌলতপুর বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৭/৯-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় আতাউরের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের পাশের ধানের গোলার ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকানো একটি পিস্তল উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক আতাউর রহমানকে উদ্ধার করা অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।