ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘এনআইডি যার টিকেট তার’ নীতিতে কুলাউড়ায় ট্রেন যাত্রীদের জরিমানা

‘এনআইডি যার টিকেট তার’ নীতিতে কুলাউড়ায় ট্রেন যাত্রীদের জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনে যাত্রীদের টিকেট ও এনআইডির পরীক্ষা করে মিল না পাওয়ায় তিন যাত্রীকে ১ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে কুলাউড়া স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

সহকারী কমিশনার এ প্রতিবেদককে সোমবার রাতে জানান, “এনআইডি যার টিকেট তার” নীতি বাস্তবায়নের জন্য কুলাউড়া রেল স্টেশন ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনে অভিযান চালানো হয়েছে। অভিযানে টিকেটের সাথে এনআইডির মিল না পাওয়ায় তিনজন যাত্রীকে ১ হাজার ৯২০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ ও রেলওয়ে থানার পুলিশ সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, যাত্রীরা নিজের আইডি ব্যবহার করে টিকেট কেটে যাতে রেল ভ্রমণে সচেতন হন সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তবে জয়ন্তিকা ট্রেনে যাত্রী সিরাজুল ইসলাম ও রিয়াজুল ইসলাম বলেন, টিকেট কালোবাজারি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নিয়ে অযথা যাত্রী দ্বিগুণ জরিমানা করে লোক দেখানোর দায়িত্ব পালন করছে। এভাবে কি কালোবাজারি সিন্ডিকেট ভাঙবে? অভিযান শেষ হলে তারা আবারও কালোবাজারি করবে। কোন যাত্রী কি স্বেচ্ছায় দ্বিগুণ—তিনগুণ ভাড়া দিয়ে কালোবাজারি থেকে টিকেট কেটে ট্রেনে ওঠবে এবং জরিমানা দেবে?

তারা আরও বলেন, শুধু যাত্রীদের ধরে জরিমানা করে সমস্যার সমাধান হবে না। যদি প্রশাসন আন্তরিকভাবে চান টিকেট কালোবাজারি বন্ধ হোক, তাহলে চক্রের মূলহোতাদের ধরার চেষ্টা করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটাই সাধারণ জনগণের চাওয়া।

জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন, না হলে সব চেষ্টা বৃথা হবে; ফলাফল শূন্য হবে।

ট্রেন যাত্রীদের জরিমানা,কুলাউড়া,এনআইডি যার টিকেট তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত