ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গর্ভের সন্তানের স্বীকৃতি দাবিতে নারীর অনশন

সিরাজগঞ্জে গর্ভের সন্তানের স্বীকৃতি দাবিতে নারীর অনশন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগ নুকালী গ্রামে গর্ভের সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেছেন সোনিয়া আকতার নামে এক নারী। তিনি বরিশাল থেকে এসে ওই গ্রামের আনছার আলীর বাড়িতে এ অনশন শুরু করেন। ওই অসহায় নারী এ অনশনে স্ত্রী স্বীকৃতির দাবিও করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের ওই নারীর প্রথম স্বামী মারা যান। পরবর্তীতে তার দেড় বছরের শিশু সন্তান নিয়ে ঢাকায় আসেন এবং একটি গার্মেন্টসে চাকরি করেন। প্রায় ২ বছর আগে আনছার আলীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের গভীরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করেন এবং বিয়ের কথা বললে তিনি বিভিন্ন অযুহাতে টালবাহানা করেন।

একপর্যায়ে সোনিয়া অন্তঃসত্তা হয়ে পড়েন এবং চলতি বছরের জুলাই মাসে সাভার নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা কাবিনমূলে বিয়ে করেন আনছার।

এ বিয়ের ৪ মাস না যেতেই স্বামী আত্মগোপনে চলে যান। এ ঘটনার কয়েকদিন পর ফোন করে জানান, তিনি মালয়েশিয়া গেছেন এবং যাবার আগে সোনিয়াকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

অবশেষে গর্ভের সন্তান ও স্ত্রীর স্বীকৃতির দাবীতে তিনি স্বামীর বাড়িতে শনিবার থেকে অনশন শুরু করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আছলাম আলী আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনাটি শুনেছি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

নারীর অনশন,সন্তানের স্বীকৃতি দাবি,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত