ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ মিলল নদীতে

সাটুরিয়ায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ মিলল নদীতে

সাটুরিয়া উপজেলার বৈলতলা গ্রামে নিখোঁজের একদিন পর মুরাদ হোসেন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। নিহত মুরাদ হোসেন বৈলতলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বাড়ির পাশে গাজীখালি নদীতে ভাসমান অবস্থায় মুরাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা এবং তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মুরাদ। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি।

সাটুরিয়া থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, গাজীখালি নদী থেকে শিশু মুরাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

শিশুর মরদেহ,সাটুরিয়ায় নিখোঁজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত