ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে জেলা কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে জেলা কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতা (কার্যক্রম নিষিদ্ধ) আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মারা গেছেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেল সুপার এস. এম. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন এবং তিনি হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে।

মঙ্গলবার সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তিনি জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে দুপুরে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ময়নাতদন্ত শেষে বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আ.লীগ নেতার মৃত্যু,জেলা কারাগার,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত