ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

সিরাজগঞ্জে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় সাংবাদিক মনিরুজ্জামান মনি (৬০) প্রাণ হারিয়েছেন। তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এবং শহরের মুজিব সড়ক এলাকার মৃত আব্দুল আজিজ খানের ছেলে। উক্ত পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “আমার ছোট ভাই মনি সোমবার সন্ধ্যায় ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার জন্য সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম. মনসুর আলী স্টেশনে অবস্থান করছিল এবং মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।”

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা বাসদের নেতা, লেখক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি ছিলেন।

মঙ্গলবার সকালে পৌর এলাকার রহমতগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বহু ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

এদিকে দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রাণ গেল সাংবাদিকের,ট্রেনের ধাক্কায়,মোবাইলে কথা বলার সময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত