
ফরিদপুরের বোয়ালমারীতে ২৮ অক্টোবর, ২০০৬ সালে লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষ হত্যাকারী খুনিদের বিচার ও যথাযথ শাস্তি প্রদানের দাবিতে বোয়ালমারী উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর বোয়ালমারী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে পথসভায় পরিণত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
তিনি বলেন, ‘রক্তাক্ত ২৮ অক্টোবর ইতিহাসের এক কালো অধ্যায়। সেদিন নিরস্ত্র জামায়াত-শিবিরের ভাইদেরকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে, তাদের দেহের উপর পশুর মতো নৃত্য করার মধ্য দিয়ে এই দেশে হাসিনার ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল।’ এই ঘটনায় নিহতদের প্রতি তিনি শ্রদ্ধা জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
একই সঙ্গে তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নভেম্বর ২০২৫-এর মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি জাতির ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। এই দাবিগুলো বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা শহিদুল ইসলাম, বর্তমান উপজেলা আমির হাফেজ মাওলানা বিলাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. কামাল উদ্দিন, পৌর আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান এবং পৌর সেক্রেটারি হাফেজ সৈয়দ সাজ্জাদ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
পথসভা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।