ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব কঠিন চীবর দানোৎসব বেনাপোলে সম্পন্ন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব কঠিন চীবর দানোৎসব বেনাপোলে সম্পন্ন

বেনাপোল ভিক্ষু সংঘের উদ্যোগে ৪র্থ বারের মতো তথাগত সম্যক সম্বুদ্ধের প্রশংসিত বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব স্বপন বড়ুয়া বৌদ্ধ বিহারে আজ বেলা ১২টার দিকে বেনাপোলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু। যশোর জেলার একমাত্র বৌদ্ধ বিহারের বেনাপোল মঞ্চে সভাপতিত্ব করেন ভদন্ত বোধিমিত্র মহাস্থবির।

প্রধান ধর্মদেশক ছিলেন ভারতের কলকাতার টালিগঞ্জ মিউর এভিনিউর বৌদ্ধি সমিতির ভদন্ত ড. অরুণ জ্যোতি মহাথের এবং মুখ্য আলোচক ছিলেন ভদন্ত মেত্তাবিহারী ভিক্ষু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখতুম, পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আই. মানিক সাহা এবং বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত।

বক্তাগণ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিগত দিনে আমাদের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কোনো সরকার সহযোগিতা করেননি। ইউনুস সাহেব আমাদেরকে জমি দিয়েছেন, এ জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।”

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বেনাপোলে সম্পন্ন,কঠিন চীবর দানোৎসব,বৌদ্ধ ধর্মাবলম্বী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত