ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সংকট নিরসনে ভোলা প্রেসক্লাবে নতুন আহবায়ক কমিটি গঠন

সংকট নিরসনে ভোলা প্রেসক্লাবে নতুন আহবায়ক কমিটি গঠন

ভোলা প্রেসক্লাবের চলমান সংকট নিরসন ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত বিশেষ বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

গঠিত আহবায়ক কমিটিতে অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেতকে আহবায়ক এবং এম এ বারি, নেয়ামত উল্লাহ, শিমুল চৌধুরী ও কামরুল হাসান মুকুলকে সদস্য করা হয়েছে।

আহবায়ক কমিটির তত্ত্বাবধানে সাবেক দুটি নির্বাচন কমিশনের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন, নতুন সিডিউল ঘোষণা এবং নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও নতুন সদস্য এবং সদস্যপদ প্রার্থী ব্যক্তিদের কাগজপত্র যাচাই-বাছাই করে অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত করার দায়িত্বও এই আহবায়ক কমিটিকে দেওয়া হয়েছে।

নবনির্বাচিত আহবায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত দায়িত্ব পালনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল হক অনু, এম এ বারি, ওমর ফারুক, অ্যাডভোকেট শাহাদাত শাহীন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আলামিন শাহরিয়ার, ইউনুস শরীফসহ প্রেসক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

সভাপতির ভাষণে আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আহবায়ক কমিটি গঠন,ভোলা প্রেসক্লাব,সংকট নিরসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত