
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজার থেকে ভাড়া নিয়ে দর্শনায় গিয়ে অভিনব কায়দায় পাখিভ্যান চুরির ঘটনা ঘটেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পাখিভ্যান চালক হিজলগাড়ী ফার্মপাড়ার আসতম আলী (৬০)।
জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টার দিকে হিজলগাড়ী বাজারের তিন রাস্তার মোড়ে নিজের পাখিভ্যান নিয়ে যাত্রীর জন্য দাঁড়িয়ে ছিলেন ভ্যানচালক আসতম আলী (৬০)। এসময় দুজন ব্যক্তি এসে নিজেদের খাড়াগোদা বাজারের ব্যবসায়ী পরিচয় দিয়ে দর্শনায় যাওয়ার নাম করে ৪০০ টাকায় রিজার্ভ ভাড়া ঠিক করে। ভ্যানচালক আসতম আলী সরল বিশ্বাসে তাদের নিয়ে দর্শনা যান।
তারা দর্শনা মনোরঞ্জন মার্কেটের সামনে পৌঁছালে একজন রেলইয়ার্ডের কাছ থেকে মাল আনার কথা বলে ভ্যানচালককে সঙ্গে নিয়ে যায় এবং আরেকজন ভ্যানে বসে থাকেন। এসময় কৌশলে ভ্যান নিয়ে সটকে পড়ে একজন।
ভ্যানচালক আসতম আলী বলেন, ‘আমাকে নিয়ে যে লোকটা বাজারের মধ্যে মাল আনতে গিয়েছিল, তিনি আমার হাতে দড়ি ও কয়েকটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে বলেন, চাচা আপনি ভ্যানের কাছে যান। আমি ভ্যানের কাছে এসে দেখি ভ্যান ও লোক কেউ নেই। তখন বুঝতে পারি, কৌশলে আমার ভ্যানটি চুরি করে নেওয়া হয়েছে।’
এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।