
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারি ফসলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রান্তিক কৃষকসহ বিভিন্ন স্তরের জনগণ।
এসময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত কৃষকদের পরামর্শ দেন, একক ফসলের ওপর নির্ভরতা কমিয়ে মাটির উপযুক্ততার সঙ্গে বিভিন্ন ফসল চাষ করতে। তিনি আরও বলেন, বিভিন্ন ফসলের উৎপাদনে মনোযোগী হলে কৃষি পণ্যে উপযুক্ত দাম পাওয়া সম্ভব।