ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দূষণ রোধে সমন্বয় ও সচেতনতার অভাব: জেলা প্রশাসকের সতর্কতা

দূষণ রোধে সমন্বয় ও সচেতনতার অভাব: জেলা প্রশাসকের সতর্কতা

বুধবার সকালে দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুর জেলার আয়োজনে “হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচা মাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের উপর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণ করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা বিসিকের উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিস্টেমের দুর্বলতা ও সচেতনতার অভাব রয়েছে। হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে বায়ুদূষণ একটি বড় সমস্যা। শিল্পের উৎপাদনের ব্যবহৃত নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের উপর যথেষ্ট প্রভাব ফেলছে। ফলে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং জীববৈচিত্র্য ও মানব স্বাস্থ্যের ক্ষতি বাড়ছে।

এছাড়া মাটি দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ-এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে একসাথে পরিবেশ দূষণ রোধে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বিসিক ঢাকা উপকরণ শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সামিউল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়জীদ। স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেস্ট্রি এন্ড ইনভাইরনমেন্ট-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান।

মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ দপ্তরের পক্ষে প্রভাতি রানী, ভোক্তা অধিকার আইন সংরক্ষণ কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ আরও অনেকে।

জেলা প্রশাসকের সতর্কতা,সচেতনতার অভাব,দূষণ রোধে সমন্বয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত