
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিলসহ যুথি (২২) ও রবিউল করিম (৩৩) নামে দুইজনকে আটক করেছে।
তাদের বহন করা প্রাইভেটকার (এক্সিও) ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ জব্দ করা হয়েছে।
চেকপোস্ট পরিচালনায় ছিলেন হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
আটককৃত যুথি (২২) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে সে মিরপুর-১২, পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ড্যান্সার বলে পরিচয় দেয় এবং দাবি করে তার মদ খাওয়ার লাইসেন্স রয়েছে। যুথি জানায়, ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছেন, সেজন্য এগুলো সঙ্গে এনেছিলেন।
অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। তিনি যুথির বন্ধু।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি হাজীগঞ্জ থানায় নথিভুক্ত হয়েছে (মামলা নং–২৩, তারিখ: ২৯/১০/২০২৫ইং)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “ভোর রাত ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালাই। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল পাওয়া যায়। তাদের আটক, গাড়ি জব্দ এবং মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।”