
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে প্রথম দফায় ৮টি ইউনিয়নের ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শস্যভান্ডার খ্যাত উল্লাপাড়া উপজেলায় এবার ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপজেলার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১৬ হাজার ৩৬০ জন কৃষকের মাঝে এ সার ও বীজ বিতরণের তালিকা প্রস্তুত করা হয়।
এ তালিকা অনুযায়ী প্রথম দফায় ৮টি ইউনিয়নের ৮ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
এতে প্রতিজন কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এ সার ও বীজ দিয়ে একজন কৃষক ১ বিঘা জমিতে সরিষা আবাদ করতে পারবেন। কৃষকেরা এ সার-বীজ পেয়ে খুশি হয়েছেন।
পরবর্তীতে বাকি ইউনিয়নগুলোর কৃষকের মাঝেও এ সার ও বীজ বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুল ইসলাম মোঘল, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমুখ।