
হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে বন্যপ্রাণী রেঞ্জের পৃথক অভিযানে অবৈধভাবে শিকার করা ২৩টি বন্য পাখি উদ্ধার ও তিন পাখি শিকারীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টে আটক তিন শিকারীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের জয়নাল মিয়া, পূর্ব দেবপাড়া গ্রামের সজ্জাদ মিয়া এবং মো. সুমন মিয়া।
বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনের নেতৃত্বে নবীগঞ্জের দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে, নবীগঞ্জ সদর এলাকা ও বাহুবলের মিরপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রথমে দেবপাড়া বাজার সংলগ্ন হাইওয়ে এলাকা থেকে দুই শিকারীসহ ৪টি সরালি পাখি আটক করা হয়। পরে নবীগঞ্জ সদর এলাকা থেকে ১৬টি সরালি পাখিসহ আরও একজনকে আটক করা হয়।
তাৎক্ষণিক নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিষিদ্ধ বন্যপ্রাণী শিকার ও বিক্রির অভিযোগে জয়নাল মিয়াকে ৮ হাজার টাকা এবং সজ্জাদ মিয়া ও মো. সুমন মিয়াকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় ২টি শালিক ও ১টি ঘুঘু পাখি। উদ্ধার করা সব পাখি পরে হাওড়ে অবমুক্ত করা হয়েছে।
হবিগঞ্জ বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন রাতে জানান, বিভাগীয় কর্মকর্তা আবুল কালামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে পাখি শিকার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।