
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসাম্মৎ কোহিনূর বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসাম্মৎ নাছিমা আক্তারের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শেফালী আক্তার, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোসাম্মৎ মিরন নাহার বেগম, নার্সিং সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নার্সরা দেশের স্বাস্থ্য সেবার মূল চালিকাশক্তি। তাদের পেশাগত মর্যাদা ও প্রশাসনিক স্বতন্ত্রতা বজায় রাখা জাতীয় স্বার্থে অপরিহার্য। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোন অধিদপ্তরের অধীনে নেওয়ার চেষ্টা নার্সিং পেশার মর্যাদা, স্বাধীনতা এবং ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধনে সরকারি ও বেসরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শতাধিক নিবন্ধিত নার্স ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।