ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে ৩০০ কেজি পচা ইলিশ ধ্বংস, লাখ টাকা জরিমানা

চাঁদপুরে ৩০০ কেজি পচা ইলিশ ধ্বংস, লাখ টাকা জরিমানা

চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের পাশে ভোলা মনপুরা থেকে আসা একটি ট্রলার থেকে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর। বুধবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, একাধিক ট্রলারে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ পচা ইলিশ উদ্ধার করা হয়। জব্দ করা মাছ পরে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

পচা ইলিশ রাখার দায়ে ট্রলারের মালিক হেলাল খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তার পক্ষে জরিমানার টাকা পরিশোধ করেন মাছ ব্যবসায়ী মোস্তফা মাল। এছাড়া এলাকার অন্য ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার একই এলাকায় পৃথক এক অভিযানে বিপুল পরিমাণ পচা ইলিশ উদ্ধার করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানেও এক ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির নেতৃবৃন্দ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লাখ টাকা জরিমানা,পচা ইলিশ ধ্বংস,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত