ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় নার্সিং অ্যাসোসিয়েশনের একীভূতকরণের প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় নার্সিং অ্যাসোসিয়েশনের একীভূতকরণের প্রতিবাদে মানববন্ধন

বিগত ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের প্রতিবাদে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) জেলা শাখার আয়োজনে সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রেহেনা পারভিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পারুল মন্ডল, নাজমুল হক, রাজিয়া খাতুন, রেবা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, নার্সরা দেশের স্বাস্থ্য সেবার মূল চালিকাশক্তি। তাদের পেশাগত মর্যাদা ও প্রশাসনিক স্বতন্ত্রতা বজায় রাখা জাতীয় স্বার্থে অপরিহার্য। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের অধীনে নেওয়ার চেষ্টা নার্সিং পেশার মর্যাদা, স্বাধীনতা এবং ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

মানববন্ধনে সরকারি ও বেসরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শতাধিক নিবন্ধিত নার্স ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গা,নার্সিং অ্যাসোসিয়েশন,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত