
সিরাজগঞ্জের এনায়েতপুর বেড়ীবাধ এলাকায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার অষ্টোআশিরচর গ্রামের শহর আলী (৩২), ভগবতীপুর গ্রামের আ. মালেক (৫৬), নাগেশ্বরী উপজেলার চর কাপনা গ্রামের শাহজাহান আলী (৪৫) ও এনায়েতপুর থানার তেবাড়িয়া চর গ্রামের মোজাম্মেল সরকার (৬০)।
ওসি (ডিবি) একরামুল হোসাইন পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার রাতে উল্লেখিত স্থানে তারা মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিকনির্দেশনায় ডিবির এসআই নাজমুল হকসহ একটি চৌকস দল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এদিকে, এ অভিযানে তাদের গ্রেপ্তার করায় এলাকায় ডিবি পুলিশকে প্রশংসা করা হয়েছে।