ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

সিরাজগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ছানোয়ার হোসেন সানু (৬০) নামের একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মুক্তারগাঁতী চর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সানু একই এলাকার আলমপুর গ্রামের মো. বাদুল্লাহ সেখের ছেলে।

সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার নিজামগাঁতী গ্রামের হাসানের বাড়িতে গরু চুরি করার চেষ্টা করে ছানোয়ার। এ সময় ওই বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে ধাওয়া করেন। এক পর্যায়ে ওই গরু চোর ফুলজোড় নদী পার হয়ে মুক্তারগাঁতী চর এলাকায় ওঠে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় ও ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। শুক্রবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সানুর বিরুদ্ধে দুটি ডাকাতিসহ তিনটি গরু চুরির মামলা রয়েছে বলে উল্লেখ করেন ওসি।

সিরাজগঞ্জ,গরু চুরি,গণপিটুনি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত