
মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেড-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন কৃতী শিক্ষার্থীকে উৎসাহমূলক বৃত্তি ও সম্মাননা উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে শহরের খালইস্ট এলাকার সিক্রেট রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের প্রায় ৭০ জন সদস্য অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ক্লাব সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পরে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন কৃতী শিক্ষার্থীকে উৎসাহমূলক বৃত্তি ও সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা। এছাড়া ক্লাবের সদস্যদের মধ্যে উপহার হিসেবে ক্যাপ, সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করা হয়।
দুপুর ১২টার দিকে খালইস্ট এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার প্রধান এবং মুন্সীগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি গোলাম রসুল।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।