
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক রঞ্জু আহমেদ (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ধোপাকান্দি ব্রিজ এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঞ্জু ওই উপজেলার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে রঞ্জু অটোভ্যানে মাছ নিয়ে উল্টো পথে সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ওই ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয় এবং তার অটোভ্যান দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।